ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

শাবিপ্রবিতে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১২:১৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক একমাত্র সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সংগঠনের বর্তমান সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র, সাধারণ সম্পাদক তাহমিদ ইশরাক অপূর্ব এবং সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র বলেন, আজ সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ সহ যেকোনো সমস্যা সমাধানে সংগঠনটি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে আরো সাফল্যের সহিত এগিয়ে যাবে আশা করি। সংগঠনের আজকের এই অবস্থানে পৌঁছতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি ২০১২ সালে যাত্রা শুরু করে।