ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নুরপুর নামকস্থানে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কলরির সংঘর্ষে হোসাইন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ যাত্রী। সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের বাসিন্দা।
তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজ পরিবহন নামের একটি বাস সিলেট যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কলরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্যাঙ্কলরিটি অন্য একটি গাড়ীকে ওভারটেক করছিল। সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই বাসের কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ইব্রাহিম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আশঙ্কাজনক অবস্থায় তিনজনসহ ১৫ জন যাত্রীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।