সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন শিক্ষায় পিছিয়ে পড়া কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্র আমূল পরিবর্তন ঘটিয়েছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের স্কুল গুলোতে নতুন মতুন ভবন নির্মাণ করে শিক্ষা ব্যবস্থা সহজ করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনা বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিক সহ সকল স্তরের মানুষ সত্যতা ও নিষ্টার সাথে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও কর্মসংস্থান সহ সকল ক্ষেত্রে যখন আমূল পরিবর্তনের পরিকল্পনায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করছে আওয়ামী লীগ সরকার। যখনই এ সকল সেক্টরে শতভাগ পরিবর্তন হবে তখনই স্মার্ট রাষ্ট্র হবে বাংলাদেশ। এ ক্ষেত্রে হিন্দু, মুসলিম, নৃগোষ্ঠী, সরকারী দল ও বিরোধী দল সহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খলিলুর রহমান শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এডভোকেট মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কোছাকের সাধারণ সম্পাদক এহসানুল মাহাবুবের পরিচালনায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, এডভোকেট নাসির উদ্দিন খান।
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জিয়াদ আলী, আলমগীর আলম, ইকবাল হোসেন ইমাদ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জার্মানের সদস্য শামসুল আলম শামস, কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, কোছাক মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ নুরুল আমিন, এডভোকেট আব্দুল আল হেলাল, সাংবাদিক আবিদুর রহমান, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, কবির আহমদ, কোছাকের সভাপতি ফখরুল ইসলাম নোমান প্রমূখ।
অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্র আমূল পরিবর্তন ঘটিয়েছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের স্কুল গুলোতে নতুন মতুন ভবন নির্মাণ করে শিক্ষা ব্যবস্থা সহজ করেছে। কোম্পানীগঞ্জের পিছিয়ে পড়া শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী ও দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে কোছাক ও খলিলুর রহমান শিক্ষা কল্যাণ ট্রাস্ট। দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকারের উদ্যোগ গুলোর পাশাপাশি সমাজের ভিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।