স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দুটি স্কুলের সংযোগ রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
সোমবার বিকেলে মোস্তফাপুর-পঁওতাপুকুর ভায়া নয়াপাড়া এম.এ. মানিক স্কুল সংযোগ ও দাড়িদহ-নিয়ামতপুর স্কুল সংযোগ সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে নিয়ামতপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী’র সভাপতিত্বে আযোজিত সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আবু জাফর মন্ডল, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, জাপা নেতা শাহিনুর মাস্টার, ফেরদৌস আহমেদ, আকিল আহমেদ প্রমুখ।