ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শিবচর পৌরসভার ৬১ কোটি টাকার বাজেট ঘোষনা

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ২৩ জুন ২০২৩ ০৭:২৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
নতুন কোনো কর আরোপ ছাড়াই মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় লক্ষমাত্রা ২৬ কোটি ও রাজস্ব ব্যয় ২৫ কোটি ৮৫ লক্ষ ৩৯ হাজার টাকা, উন্নয়ন আয় লক্ষমাত্রা ৩৫ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৩৪ কোটি ৭১ লক্ষ টাকা ধরা হয়েছে। সর্বমোট বাজেট ৬১ কোটি টাকা, এর মধ্যে মোট ব্যয় ৬০ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা এবং ৪৩ লাখ ৬১ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
 
জানা যায় , বৃহস্পতিবার বিকেলে শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামের সম্মেলন কক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে ডেঙ্গু মশা নিধনসহ পৌর এলাকার রাস্তাঘাট নির্মান ও সংস্কারে বরাদ্দ রাখা হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান মোল্লা, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, কাউন্সিলর আক্তার হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে সকল কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।