ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

শিবচরে নৌকা বাইচে লাখো মানুষের ঢল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

শিবচরের শেখপুরের বিল পদ্মা নদীতে বিশাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এই নৌকাবাইচ দেখতে শরিয়তপুর,মাদারীপুর ও ফরিদপুরসহআশ-পাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ ভীড় জমান। স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তার পরিবার নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

 

সরেজমিনে জানা যায়, দুর-দুরান্ত থেকে ১০টি বাচারী নৌকা বাইচে অংশ নেয়। বিল পদ্মা নদীতে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকাবাইচ দেখার জন্য লাখো নারী পুরুষ রাস্তার পাকা ব্রীজ,রাস্তার পাশে দাড়িয়ে, নৌকা, ট্রলাওে চড়ে বাইচ উপভোগ করেন। অনেকে ট্রলারে আসে ডিজে পার্টি নিয়ে। শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়া মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 নৌকা বাইচে প্রথম স্থান লাভ করেন-শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মৃজাকান্দি জাগরন সংঘ, রানার্স আপ হয়-কালাম সিপাই ও দেলোয়ার সিপাই’র নৌকা এবং তৃতীয় স্থান লাভ করেন- মোঃতরিকুল ইসলামের নৌকা।

 

 প্রথম স্থানলাভকারীকে ১৩ সিএফটি ফ্রীজ দেয়া হয়, রানার্স আপপান ১১সিএফটি ফ্রীজ। তৃতীয় স্থান লাভ করা নৌকাকে ৪২ইঞ্চি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া নৌকাবাইচে অংশ নেয়া ৭টি নৌকাকে ও পুরস্কার বাবদ রঙ্গীন টেলিভিশন প্রদান করা হয়।

 

শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য এ নৌকা বাইচ। বাশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ বাইচ আয়োজন করেছে। উদ্দেশ্য যুবসমাজকে নির্মল আনন্দ দেয়। যুব সমাজ যে অপসংস্কৃতির দিকে ঝুকছে তা রোধ করাই এর উদ্দেশ্য।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী বলেন, নৌকা বাইচ আমাদের দেশের ঐতিহ্য। এ আয়োজন ধরে রাখতে হবে। এত মানুষ দেখে মনে হচ্ছে এখনো মানুষ তার ঐতিহ্য ভুলে নাই।