ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শিবচরে পদ্মা সেতুর বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরন

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ১৯ জুন ২০২৩ ০৬:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরন করা হয়েছে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ৩২ জন ক্ষতিগ্রস্থদের মাঝে এ চেক বিতরন করা হয়।
 সোমবার দুপুরে প্রায় ২ কোটি টাকা বিতরন করা হয়। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবর্তে নিজ এলাকায় বসে ক্ষতিপূরনের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্থরা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজুর রহমান, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মাহাবুবা ইসলাম প্রমুখ।
 
মাদারীপুর ভূমি অধিগ্রহন কর্মকর্তা মাহাবুবা ইসলাম বলেন, আমরা ডিসি অফিসের পরিবর্তে ক্ষতিগ্রস্থদের এলাকায় এসে ক্ষতিপুরনের চেক বিতরন করেছি। দালালমুক্ত ও হয়রানীমুক্ত ভাবে যাতে ক্ষতিগ্রস্থরা চেক পান তা নিশ্চিত করেছি। দালালের দৌরাত্বের কারনে অনেকে অফিস পর্যন্ত যেতেও পারে না। তাই নিজ এলাকায় বসে চেক পেয়ে ক্ষতিগ্রস্থরা খুশি হয়েছে।