প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্যে নিরলসভাবে কাজ করছেন। সিলেটবাসীর জন্যে আমাকে পাঠিয়েছেন। নৌকা প্রতীক দিয়ে সিলেট সিটির মেয়র নির্বাচিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার ইচ্ছাকে পূরণ করতে সিলেটবাসীর জন্যে আমার জীবন উজার করে দেব। সিলেট নগরীর ১০ লাখ মানুষকে উপহার দেব আধুনিক নগরী। গ্রিন, ক্লিন ও স্মার্ট নগরী হবে সিলেট। সেই লক্ষে নগরবাসীকে সাথে নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ সফল হবো।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সন্ধানীর চতুর্থ পুণর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সন্ধানীর সহসভাপতি মো. ইয়াকুত হোসেন রাহীর সভাপতিত্বে ২৯ ফেব্রæয়ারি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া ও মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্ত্তী।
মেয়র আনোয়ারুজ্জামান বলেন, রাজশাহী সিটি করপোরেশন অনেক সুন্দর। অনেক এগিয়ে গেছে। ওই নগরীকে টপকে আমরা এগিয়ে যেতে চাই। এজন্যে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।
তিনি বলেন, সন্ধানীর সাথে যারা জড়িত, তারা অনেক মানবিক। এই সন্ধানীর জন্ম হয়েছে রক্ত দিয়ে অন্যো প্রাণ বাঁচানোর জন্যে। প্রতিষ্ঠার প্রথম দিকে সন্ধানীর কর্মীরা নিজেদের রক্ত দিয়ে মূমুর্ষ রোগীর প্রাণ বাঁচিয়েছেন। সে সময় কেউ রক্ত দিতে সাহস পেত না। কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন রক্ত দেয়ার জন্যে প্রতিযোগিতা লেগে যায়।
মেয়র আনোয়ারুজ্জামান সিটি করপোরেশনের পক্ষ থেকে সন্ধানীকে সহায়তা দেওয়ার আশ^াস দেন। সেই সাথে পারিবারিক অনুদানে সন্ধানীকে একটি এম্বুলেন্স দেয়ার কথা ঘোষণা করেন। এছাড়া ওসমানী হাসপাতালকে আরো এগিয়ে নেয়ার জন্যে প্রয়োজনীয় পদক্ষেব নেবেন বলে বক্তব্যে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া বলেন, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক করিৎকর্মা। তাঁর নেতৃত্বে সিলেটের ব্যাপক উন্নয়ন হবে। নগরবাসী সুন্দর একটি নগর পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বেবি কেয়ার একাডেমিতে মেয়র
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মেধা বিকাশে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার মাণদÐ বজায় রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত সিটি বেবী কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এবং শিক্ষকগণ আন্তরিকতার সাথে পাঠদান করছেন। আগামীতেও এর মাণ যাতে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্মক অনিল কৃষ্ণ মজুমদার, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, সিনিয়র শিক্ষক মতিউন নাহার রিনা প্রমুখ।