ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২১:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ শৈলকুপায় বিষধর সাপের কামড়ে তাবাসসুম তমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।

তমা ওই গ্রামের লতিফ মিয়ার মেয়ে। সে দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রতিবেশী ওলাদ মিয়া জানান, সোমবার রাত ১২টার দিকে খাবার খেয়ে মায়ের সাথে বিছানায় ঘুমিয়ে ছিল তমা। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় চিকিৎসকরা তাকে মাগুরা সদর হাসপাতালে রেফার করলে সেখানেও অ্যান্টিভেনম না থাকায় তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে একটা শিশু মারা গেছে বলে আমি শুনেছি।