ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

শ্যামনগরে সরকারি খাল থেকে অবৈধ পাটা অপসারণ ও স্থাপনা উচ্ছেদ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৫:০০ অপরাহ্ন | খুলনা
শ্যামনগরে খালের নেট পাটা অপসারণ করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি খাল থেকে অবৈধ নেট পাটা ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর হাতকাটা খাল থেকে অবৈধ পাটা অপসারণ ও হরিনগর তোহা বাজারে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

 উচ্ছেদ অভিযানে চলাকালে উপস্থিত ছিলেন  কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক, মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফয়েজ উদ্দিন, মুন্সিগঞ্জ নৌ পুলিশ সদস্য সহ স্থানীয় ব্যক্তিবর্গ ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত জানিয়েছে, এ ধরনের অবৈধ দখলদারি ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।




সবচেয়ে জনপ্রিয়