জামালপুর বকশিগঞ্জে সংবাদ প্রকাশের জেরে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি, একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম (৪৮) কে হত্যা করে সন্ত্রাসীরা। নির্মম হত্যাকান্ডে প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শ্রীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা ।
রবিবার (১৮ জুন) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন, শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডলের সঞ্চালনায় সাংবাদিক হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন- শ্রীপুর প্রেসক্লাব ১৯৯০ সভাপতি আব্দুল লতিফ দৈনিক আমাদের সময় , সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দৈনিক আজকালের খবর ,সিনিয়র সাংবাদিক আবদুল মতিন দৈনিক ইনকিলাব,
মাহফুল হাসান হান্নান দৈনিক বণিক বার্তা, বসির আহমেদ,কাজল দৈনিক বাংলাদেশের কন্ঠ ,কবির সরকার এশিয়ান টিভি, মহিউদ্দিন আহমেদ দৈনিক বায়ান্ন, এস এম সোহেল রানা মাই টিভি, শিহাব খান ঢাকা পোস্ট, সাইফুল আলম সুমন দৈনিক আমার সময়, সুমন শেখ দৈনিক কালবেলা, মাহফুজুর রহমান ইকবাল দৈনিক ভোরের সময়, এনামুল হক আকন্দ দৈনিক মানবজমিন, মাহমুদুল হাসান এশিয়ান টেলিভিশন, সাংবাদিক আরিফ খান আবির এশিয়ান টেলিভিশন, আব্দুল বাতেন বাচ্চু দৈনিক ঢাকার ডাক, মোহাম্মদ আলী বাবুল দৈনিক মাতৃভূমির খবর ,হাদিউল মোড়ল দৈনিক ভোরের চেতনা,আরিফ দৈনিক মুক্ত খবর আরিফ মন্ডল দৈনিক তৃতীয় মাত্রা , মুজাহিদ সহ শ্রীপুরে কর্মরত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তাগণ বলেন, ‘সাংবাদিককে অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এটা দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হত্যা এটা চলতে পারেনা। সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় আইন নিয়ে আগামী সংসদে আলোচনার আহ্বান জানানো হয়।