ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সরাইলে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত মিনি বার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আতিকুল ইসলাম ইফরান, সরাইল; ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ ১১:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর
 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সন্তান ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত মিনি বার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের পাঠশালা মাঠে সবুজ দল বনাম লাল দলের মাঝে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 
 
এসময়, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মানিক মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মীর ওয়ালিদ বিন সাক্ষাত। 
 
প্রধান অতিথি'র বক্তব্যে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। উনার স্মরণে আজকের এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটি কে  সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 
 
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখে। আগামীতেও এ ধরণের টুর্ণামেন্টের আয়োজন চলমান রাখা উচিৎ। 
 
খেলায় সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতাকর্মীরা'সহ নানা শ্রেণি-পেশার অনেকেই উপস্থিত ছিলেন। 
 
খেলা শেষে ট্রাইবেকারে বিজয়ী সবুজ দলের হাতে এলইডি টিভি ও পরাজিত দলের হাতে রানার্স আপ এর পুরষ্কার তোলে দেন অতিথিরা। 
 
এর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি'সহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।