সাংবাদিক হিসেবে কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখায় এবং কোভিড -১৯ সহ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলী দর্শক নন্দিত টেলিভশন চ্যানেল এনটিভি ইউরোপের মাধ্যমে তুলে ধরায় "মেয়র'স সার্টিফিকেট ফর অউটস্টান্ডিং কমিউনিটি কান্ট্রিবিউশন" সম্মাননা পেয়েছেন এনটিভি ইউরোপ এর নর্থাম্পটন প্রতিনিধি মিসবাহুদ্দোজা মো: আব্দুল ফাত্তাহ চৌধুরী ফয়ছল।
গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে নর্থাম্পটন গিল্ডহল মেয়র পার্লারে ফাত্তাহ চৌধুরী ফয়ছল এর হাতে এ সম্মাননা সনদ তুলে দেন যুক্তরাজ্যের নর্থাম্পটনের মেয়র ডেনিস মেরেডিথ ।
কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের বিভিন্ন শহরের আরও ২০ জন গুণী ব্যক্তিকেও এই সম্মাননা প্রদান করেছেন নর্থাম্পটনের মেয়র। যাঁদের মধ্যে ছিলেন ডাক্তার, প্রফেসর, সাংবাদিক ও পুলিশ অফিসারসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ারদিং মেয়র কাউন্সিলর হেনা চৌধুরী, এনবিবিবিসি চেয়ারম্যান কাউন্সিলর নাজ ইসলামসহ ব্রিটেনের বিভিন্ন শহরের বিশিষ্ট্যজনেরা।
ফাত্তাহ চৌধুরী ফয়ছল ২০১৬ সাল থেকে নর্থাম্পটনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী এনটিভির মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। তাঁর উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের ভালোবাসা পেয়েছে এবং মিলিয়ন দর্শকের মন ছুঁয়েছে। নর্থাম্পটন ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ বিষয়াবলিও তাঁর প্রতিবেদনে জায়গা পেয়েছে।
উল্লেখ্য যে, সুনামগঞ্জ পৌরশহরস্থ ষোলঘর আবাসিক এরিয়ার বাসিন্দা ফাত্তাহ ফয়ছল ইতোপূর্বে এনটিভি ইউরোপ কর্তৃক "নিউজ রিপোর্টার অফ দা ইয়ার (ইউকে) ২০১৮ " পদক পেয়েছেন। ২০১৯ সালের জানুয়ারিতে এন টিভি ইউরোপ এর প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদকের অ্যাওয়ার্ড অর্জন করেছেন।