ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
মজুরী নিয়ে ডিজিএম এর সাথে বিরোধ

সারিয়াকান্দিতে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

সারিয়াকান্দিতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানরা গত রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের আওতায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ২৯৫টি ঘর ওয়্যারিং সম্পন্ন করেন স্থানীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানরা। প্রতি ঘরের ওয়্যারিং মজুরী বাবদ ৫০০ টাকার পরিবর্তে ইলেকট্রিশিয়ানদের ৩০০ টাকা প্রদান করেন ডিজিএম শফিউদ্দিন আহম্মেদ। অন্যান্য উপজেলায় একই কাজের জন্য ইলেকট্রিশিয়ানদের প্রতি ঘরের ওয়্যারিং মজুরী বাবদ  ৫০০  টাকা প্রদান করা হয়েছে। সে অনুযায়ী আরো ২০০ টাকা করে মজুরি চাইতে গেলে আর কোন টাকা দেয়া হবেনা বলে ডিজিএম শফিউদ্দিন আহম্মেদে চুপচাপ থাকতে বলেন। তা না হলে ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স বাতিল করবেন বলে ভয়ভীতি দেখান। ইলেকট্রিশিয়ানগন হতাশা ও আতঙ্কগ্রস্থ হয়ে পরেছেন। অভিযোগকারী স্থানীয় ভিলেজ ইলেকট্রিশিয়ান, মাহফুজ রহমান, রতন, ফজর আলী, আলমগীর, সোহেল, কামালসহ অন্যান্য ইলেকট্রিশিয়ানরা ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এবিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ৩০০ টাকা অনুমোদন করা আছে ৩০০ টাকা প্রদান করেছি। অন্য উপজেলায় কত বরাদ্দ আছে তা আমার জানা নেই। লাইসেন্স বাতিলের হুমকি দেয়ার কথা আমি বলিনি।