ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

সিলেট দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ২০ ফেব্রুয়ারী ২০২২ ১১:৫৩:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবক ৯ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহত যুবকের নাম বদরুল ইসলাম (২৫)। তিনি দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের পশ্চিম ঝাপা গ্রামের বাসিন্দা ও রাখালগঞ্জ বাজারের ব্যবসায়ী ইজার আলীর ছেলে।

বদরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভি ইউরোপ-এর দক্ষিণ সুরমা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান।


তিনি  জানান, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বদরুল ইসলাম মোটরসাইকেলযোগে রাখালগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বদরুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং মাথা ফেটে গিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর থেকেই আর জ্ঞান ফিরে পাননি তিনি। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় এবং সেখানে থাকা অবস্থায়ই শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক ইমরান আরও জানান, বদরুল ওমান প্রবাসী। এক মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছেন।