ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

সিলেট নগরীতে ২৯০ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ১০:৪৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

সিলেট নগরীতে ভোররাতে প্রবেশ করা দ্রুতগামী ট্রাককে ধাওয়া করে আটকের পর তল্লাশিতে পাওয়া গেছে ২৯০ বস্তা চোরাই চিনি। চালকসহ দুইজনকে গ্রেপ্তার করে ট্রাকসহ চোরাই চিনি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা এলাকার নয়াসড়ক এলাকা থেকে ট্রাকটি ধাওয়া করে পুলিশ কালীঘাটে গিয়ে আটক করতে সক্ষম হয়।

বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এডিসি (মিডিয়া) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। ২৯০ বস্তায় ১৪ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনির মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।

এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোররাত সাড়ে ৪ টার দিকে কোতোয়ালি থানা এলাকার নগরীর নয়াসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে পুলিশ। দ্রুতগামী একটি ট্রাক চেকপোস্টে সিগন্যাল অমান্য করে চলে। ট্রাকটি ধাওয়া করে পুলিশ কালীঘাট এলাকায় গিয়ে আটক করে। সেখানে তল্লাশি চালিয়ে ২৯০ বস্তা চোরাই চিনি পাওয়া যায়। এ সময় ট্রাকচালক হযরত আলী (৪৫) ও তার সহকারী আমিনুর রহমানকে (২৪) চিনির বৈধতার কাগজপত্র দেখাতে না পারায় দুজনকে আটক করা হয়।

এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে। জব্দ তালিকায় ট্রাকের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়।

 

বায়ান্ন/প্রতিনিধি/এসএ