সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী বিভিন্ন ধরণের ক্রীম এবং ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শিলক এলাকার মৃত মো. নুর এর ছেলে সরোয়ার আলম (৪৮)। সে বর্তমানে সিলেট কোতোয়ালী থানার সোবহানীঘাট যতরপুর ৪৬/এ নবপুষ্প আবাসিক এলাকার বাসিন্দা। অপরজন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার বেলানগর এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইমন (২২)। ইমন বর্তমানে সিলেট কোতয়ালী থানার কালীঘাটস্থ ফয়সল মিয়ার বাসা, ৪র্থ তলা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। এসএমপি, সিলেট দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে চোরাকারবারী চোরাচালানের মাধ্যমে বিদেশী পন্য পিকআপ গাড়ী যোগে সিলেট হইতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সিলেট হইতে ঢাকাগামী মালামাল বহনকারী ১টি মিনি পিকআপ গাড়ী থামানোর জন্য সিগন্যাল দিলে মিনি পিকআপ গাড়ীটি সিগন্যাল অমান্য করিয়া দ্রুতগতিতে পালানোর চেষ্টাকালে মিনি পিকআপের চালক ও হেলপারকে আটক করেন। এসময় তাদের পরিবহনকৃত মিনি পিকআপ গাড়ী তল্লাশীকালে ১৮টি খাকি রংয়ের কার্টুনে ১ হাজার ৮০০ পিস ঘবারধ ঝড়ভঃ ঈৎবধস, ২০টি খাকি রংয়ের কার্টুনে ১০ হাজার ৮০০ পিস ঝশরহ ঝযরহব ঈৎবধস, ১৫সষ সহ ১টি সাদা কালারের টয়োটা মিনি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঠ-১৪-০১০৫ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৮, তাং-২৪/১০/২০২২খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি মামলা করা হয়েছে। এসএমপি দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।