বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি'র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনূর আহমদকে শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান মতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ কর্তৃত হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ নিন্দা প্রতিবাদ জানানো হয়।
গর্হিত এ কাজের নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিক শহীদনূর আহমদকে যে ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, সদস্য জামিউল ইসলাম তুরান, সালেহ আহমদ হৃদয় সহ প্রমূখ।