ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জে সাংবাদিককে হুমকীর প্রতিবাদ করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বুধবার ১৩ এপ্রিল ২০২২ ০৯:১১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি' সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনূর আহমদকে শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান মতি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ কর্তৃত হত্যার হুমকি অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। 

 

 

বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রতিবাদ জানানো হয়

 

 

গর্হিত কাজের নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিক শহীদনূর আহমদকে যে ভাষায় গালিগালাজ হত্যার হুমকি প্রদান করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

 

 

বৈঠকে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, সদস্য জামিউল ইসলাম তুরান, সালেহ আহমদ হৃদয় সহ প্রমূখ