ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

স্থানীয় নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব জনপ্রতিনিধিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০৬:০০ অপরাহ্ন | জাতীয়

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন নির্দলীয় ও সংসদ নির্বাচনের মতো এ সব নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছেন সাবেক ও বর্তমান স্থানীয় জনপ্রতিনিধিরা।

রোববার ( ৮ নভেম্বর) নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে তারা এসব প্রস্তাব দিয়েছেন। জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মিলিয়ে ২০ জন জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

মতবিনিময় শেষে কমিশনের প্রধান বদিউল আলম বলেন, প্রায় সবাই বলেছেন, স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয়ভাবে হওয়া উচিত। কেউ কেউ স্থানীয় সরকারে সংরক্ষিত নারীদের ক্ষেত্রে ঘূর্ণমান পদ্ধতিতে ভোটের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনকে আরও অর্থবহ করার কথাও বলেছেন কেউ কেউ।

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা। এ জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৬ মাস করা। নির্বাচনে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব এসেছে বলে জানান বদিউল আলম মজুমদার।

মতবিনিময়ে প্রতিনিধিদের প্রায় সবাই স্থানীয় সরকারের কার্যকারিতা নিয়ে কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, মতবিনিময়ে তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণমুক্ত করা এবং স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন।

 

বায়ান্ন/এমএমএল/পিএইচ