ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

হরিনাকুন্ডু থানা বার্ষিক পরিদর্শন করলেন ঝিনাইদহ পুলিশ সুপার

মোঃ বনি,, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ জুন ২০২৩ ০৯:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার বার্ষিক পরিদর্শন করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার)।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে পুলিশ সুপার থানায় পৌঁছলে থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ এর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। 
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল অমিত কুমার বর্মন। হরিণাকুণ্ডু থানার ওসি তদন্ত মোহাম্মদ আক্তারুজ্জামান লিটনসহ থানার কর্মরত বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।পুলিশ সুপার পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অফিসার ও ফোর্সসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।