ঢাকা, মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১

হরিপুরে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়।

হরিপুর( ঠাকুরগাঁও) : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ১০:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন  উত্তর পার্শ্বেই ফ্রী  মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় এর শুভ উদ্বোধন করেন,হরিপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও নব নির্বাচিত ৫ নং ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এ-সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শফিকুল ইসলাম সোহাগ এম বি বি এস( ল্যাব এইড ঢাকা ) 

ফ্রী  মেডিকেল ও ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয়  ক্যাম্প পরিচালনা করবেন  ডাঃ শফিকুল ইসলাম। ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, প্রতিমাসে একবার করে ফ্রী চিকিৎসা দেওয়া হবে। হরিপুরের গরীব অসহায় মানুষ গুলো টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারে না। আমার  বোন ডাক্তার মোছাঃ লাইলুন নাহার লতা এমবিবিএস ও বিসিএস  (স্বাস্থ্য)  ও আমি বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া ইচ্ছা পোষণ করি। তিনি আরো জানান প্রতিমাসে তারিখ  ঠিক করা হবে। ঐ তারিখে আমরা উপস্থিত হয়ে ফ্রী চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রতিমাসে ফ্রী মেডিকেল ক্যাম্পে এসে  ফ্রী চিকিৎসা নিতে হরিপুরের গরীব অসহায় গুলোকে আহবান জানাই।