ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

২৪ জুন বগুড়ায় স্মার্ট কর্মস্থান মেলা

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ জুন ২০২৩ ০২:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

 আগামী ২৪ জুন বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে “বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, বিভিন্ন কোম্পানীর সঙ্গে যোগাযোগ জানা গেছে, ৩৬৫ টি শূণ্যপদ রয়েছে। আশা করা হচ্ছে যারা সিভি দিয়েছেন, তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের চাকুরী দেয়া হবে।

প্রতিমন্ত্রী “বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩” এ অংশগ্রহনের পাশাপাশি বগুড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বগুড়া হাইটেক পার্ক এর প্রস্তাবিত পরিদর্শন করবেন। এছাড়া ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ১২টি উপজেলায় “জয় ঝঊঞ ঈবহঃবৎ" এর ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন।

অনুষ্ঠানে আইইডিএ প্রজেক্ট কর্তৃক ১০জন সম্ভবনাময় উদ্যোক্তা/ফ্রিল্যান্সারদেরকে তাদের কাজ ভালোভাবে করার ক্ষেত্রে উৎসাহ দেয়ার জন্য ল্যাপটপ প্রদান করা হবে।

মেলায় চাকুরি প্রদানের লক্ষ্যে মেলায় চাকুরি প্রত্যাশীদের সিভি ড্রপ বক্স স্থাপন করা হবে। মেলায় অংশগ্রহনকারী স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানেসমূহ ড্রপ বক্সে জমাকৃত সিভি হতে চাকুরিপ্রত্যাশীদের তাৎক্ষনিক ইন্টারভিউ গ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে সবোর্চ্চ সংক্যক প্রার্থীদের চাকুরি প্রদান করবেন।

বেলা আড়াইটায়  ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সেমিনার অনুষ্ঠিত হবে। দেশ সেরা স্কলাররা সেমিনারে তাদের উদ্দীপনামূলক বক্তব্য উপস্থান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ইতিমধ্যেই ১৪ ছাত্রছাত্রী রেজিষ্টেশন করেছে। আশা করা হচ্ছে দুই হাজারের অধিক ছেলে মেয়ে অংশগ্রহন করবেন।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া হতে জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং স্টোর উদ্বোধন করা হবে।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনে বগুড়া সাংবাদিক, সূধিমহলসহ সরকারী ও সেরকারী পর্যায়ের কর্মকর্তা উপস্থিত থাকবেন।