ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

অসহায়দের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ : পুলিশ সুপার বগুড়া

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ ১১:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কমার চক্রবর্তী (বিপিএম পিপিএম) বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সবার উচিৎ অসহায়দের পাশে দাঁড়ানো। পূজায় মানুষ নতুন জামা, নতুন শাড়ি পড়তে চায়। শিবগঞ্জের মেয়র প্রতিবছর সেই নতুন বস্ত্র উপহার দিয়ে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবিদার। ধর্ম অন্তরের বিশ^াসের ব্যাপার। অর্থাৎ যার যার ধর্ম স্বাধীন ভাবে পালনের সাংবিধানিক অধিকার প্রদান করা হয়েছে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব ধর্মের মানুষদের ধর্মীয় উৎসব বাঙালীদের উৎসবে পরিণত হয়েছে। 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্রবিতরণ ও বিভিন্ন পুজা মন্ডবে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল ) তানভীর হাসান, সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ।

 

পৌর কাউন্সিলর  খ.ম শামীমের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল ,আহসান হাবীব সবুজ, শহিদুল ইসলাম শহীদ,আসিফ মাহমুদ মিল্টন,  আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আমিনুল হক দুদু, এমদাদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবীর দত্ত, শ্যামল চন্দ্র মোদক প্রমূখ। 

 

প্রসঙ্গতঃ প্রধান অতিথি অস্বচ্ছল-অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন। এছাড়াও পৌরসভার ৫টি সহ ১২ ইউনিয়নে ৬০ মন্দিরে আর্থিক অনুদান দেওয়া হয়। পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক মেয়র নির্বাচিত হবার পর গত ৮ বছর ধরে পৌর এলাকার অস্বচ্ছল তিন শতাধিক পরিবারের মধ্যে বস্ত্র এবং স্বচ্ছল শতাধিক ব্যক্তির বাড়িতে নারিকেল ও চিনি পৌছে দেওয়া হয়। 

আমজাদ হোসেন মিন্টু, বগুড়া/১৯-১০-২০২৩/ মোবাইল-০১৭১১১৪১৬৮২/