ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

আশুলিয়ায় অপহৃত যুবক উদ্ধার : গ্রেফতার ৩

মোহাম্মদ আকতারুজ্জামান, আশুলিয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৭:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঢাকার আশুলিয়ায় মাকসুদুল হক নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তিন অপহরণকারীকেও আটক করে পুলিশ। 

বুধবার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী মাকসুদুল হক।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদাহের কালিগঞ্জ উপজেলার মইশাহাটা গ্রামের তোতা মিয়ার ছেলে শাহিন (১৯), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মশথপুর গ্রামের মৃত কাজল হোসেনের ছেলে ইয়াছিন (১৯) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দিগারহাওলা গ্রামের রুবেল মিয়ার ছেলে অন্তর (২০)।

 

তারা সবাই আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মাকসুদুল তার এক বন্ধুকে গাড়িতে তুলে দিতে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে একটি রিকশা তার উপর উঠিয়ে দেয় দূর্বৃত্তরা। 

 

এতে আহত হলে তাকে চিকিৎসার কথা বলে অপহরণকারীরা কুরগাও এলাকার মাতৃছাড়া স্কুলে নিয়ে যায়। পরে তার কাছে থাকা নগদ ১৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বিকাশ বা রকেটের পিন নাম্বার জানতে তাকে বেধরক মারপিট করে। 

 

পরে পরিবারকে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে। এসময় তার বোন বিকাশের মাধ্যমে সাগে চার হাজার টাকা পাঠায়। পরে বিষয়টি পুলিশকে জানালে প্রযুক্তির সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে। এছাড়া ঘটনায় জড়িত তিন অপরহণকারীকে আটক করে।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।