ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ পরিবারকে আর্থিক সহয়তা দিলো জামায়াতে ইসলামী

মাসুদ রানা (সাভার) ; | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ অগাস্ট ২০২৪ ০৮:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর
শিল্পাঞ্চল আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামীলীগের গুলিতে নিহত শহীদের পরিবারের সাথে দেখা করে ৭টি শহিদ পরবার কে আর্থিক অনুদান দিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। 
বৃহৎস্পতিবার ২২ আগষ্ট আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ি শহিদ লেবু মিয়ার পরিবার কে এছাড়াও  ভাদাইলের পবনারটেক ও গাজিরচটে   শহীদের বাসা -বাড়ী গিয়া তাদের পরিবার এর সাথে দেখা করে তাদের এই আর্থিক সহয়তা  করা হয় ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গত ৫ আগস্ট শিল্পাঞ্চল  আশুলিয়ায় অনেকে প্রাণ হারান কাজের সুবাদে থাকতেন ঢাকার আশুলিয়ায়। সেদিন মিছিলে গিয়ে প্রাণ হারাতে হয় অনেকের।নিহত পরিবার গুলোকে অর্থ সহায়তা প্রসঙ্গে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন,  ছাত্র অভ্যুত্থান আমাদের জাতিকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। এই অর্জনের পিছনে বহু মানুষ জীবন হারিয়েছে। অনেক পরিবার তাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটিকে। যাদের আত্মত্যাগে বিনিময় আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তাদের আমরা ভুলতে চাইনা। তাদের পরিবারের পাশে থাকতে চাই। জামায়াতে ইসলামী  একটি গণমুখী দায়িত্বশীল সংগঠন, তাই আমরা আমাদের দায়িত্ব থেকে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। বাকি যারা আহত ও নিহত আছেন তাদের  পরিবারের পাশেও আমরা দাঁড়াব। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের আমীর মোঃ আফজাল হোসেন,আশুলিয়া থানা আমির মোঃ বছির আহমেদ সহ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।