মাহে রমজান উপলক্ষে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার আয়োজন নিয়ে পূর্বে দেওয়া বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি আয়োজন না করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে।
এর আগে সোমবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে যেকেউ ইফতার মাহফিলের আয়োজন করতে পারবে। আগে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হত এবার তা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের ব্যবস্থাপনায় এবং নিজেদের খরচে ইফতার মাহফিলের আয়োজন করতে পারবেন। এক্ষেত্রে প্রশাসনের কোন ধরণের নিষেধাজ্ঞা বা আর্থিক সহযোগিতা থাকবে না।