ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

কালিয়াকৈরে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো : মিজানুর রহমান, গাজীপুর : | প্রকাশের সময় : রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে চাঁদা তুলতে বাঁধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র ও বাজার ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
 
 ০১ সেপ্টেম্বর রোববার সকাল ১০ টার সময় উপজেলার মৌচাক বাজারের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। 
 
 
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থী বলেন, আমরা দেশটি স্বাধীন করেছি আমাদের দেশটি সুন্দর ভাবে গোছানোর জন্য।  চাঁদাবাজি করার জন্য না। চাঁদাবাজীর প্রতিবাদ করায় আমাদের ছাত্র ও বাজার ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়েছে। ওই শিক্ষার্থী আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের ছাত্র সমাজের দাবী
 
তারা যেন আমাদের পাশে দাঁড়ান। কারণ সমাজ থেকে যদি আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক নির্মুল করতে না পারি তাহলে নতুন করে এই দেশ স্বাধীন করার মানেই হয়না। 
 
মৌচাক বাজার ব্যবসায়ী সমতির সভাপতি মাসুদ পারভেজ বলেন, কতিপয় চাঁদাবাজ মাদক ব্যবসায়ী হাসিনা সরকারের পতনের পর দিন থেকেই 
 
মৌচাক বাজারের হকার ও সুইপারদের কাছ থেকে চাঁদাদাবী করে আসছিল। মৌচাক বাজারের ব্যবসায়ী এবং তাদের  স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা এর প্রতিবাদ করলে দুষ্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায়। তিনি আরো বলেন, হামলায় আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
এসময় মৌচাক বাজারের মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ী, স্থানীয় এলাকাবাসী  ও শিক্ষার্থীরা  হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
 
উল্লেখ্য গত ৩০ আগস্ট বিকেলে মৌচাক বাজারের ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চাঁদাবাজির প্রতিবাদে শান্তি মিছিল করলে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চলায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং সাইফুল নামে এক ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।