ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

কালীগঞ্জে চাপালী যুব সংঘের উদ্যোগে ভ্রাম্যমান গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

“একটি গাছ, একটি প্রাণ” শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চাপালী যুব সংঘে’র উদ্যোগে ভ্রাম্যমান গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১১ ইউনিয়নে দেড় হাজার গাছের চারা বিতরণ করে। সংগঠনের ১৫ জন স্বেচ্ছাসেবক দুইটি পিকআপ ভ্যানে ১৫০০ চারা নিয়ে ওই সব ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে ও বাজারের জনবহুল এলাকায় উপস্থিত নারী পুরুষের মধ্যে গাছের চারা তুলে দেন। সকালে সংগঠনের কার্যালয়ের সামনে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি দৈনিকক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, পৌর কাউন্সিলর রাশেদুল ইসলাম রিগান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ গোলাম সরোয়ার পুটু, আলহাজ¦ রোস্তম আলী, আলহাজ¦ শহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
চাপালী যুব সংঘের সাধারন সম্পাদক আব্দুর রহিম জানান, গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত সংগঠনিটি দির্ঘদিন ধরে শিক্ষা সাংস্কৃতি, বনায়ন, রক্তদান ও খেলাধুলাসহ বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে সংগঠনটির পক্ষ থেকে আজ বিভিন্ন প্রজাতির ১৫০০ ফলের চারা উপজেলার ১১ ইউিিনয়নে বিতরণ করা হয়। সকাল থেকে দুইটি পিকআপ ভ্যানে চারা নিয়ে ১৫ জন স্বেচ্ছাসেবক এসব চারা বিতরণ কাজ করেন।