ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে বসতঘরে যাত্রীবাহী বাস, ঘুমন্ত বৃদ্ধা নিহত

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ১০:২২:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উঠে পড়ায় ঘুমন্ত নারী মিনারা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী।

সোমবার (১১ নভেম্বর) সকালে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের টোক ইউনিয়নের পেওরাইদ গ্রামের শুক্কুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় উজলী দীঘীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজ উদ্দীন বলেন, যাত্রীবাহী পথের সাথী পরিবহন বাসটি কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি ইলোর বাড়ির মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে শুক্কুর আলীর বাড়ির টিনের বেড়া ভেঙে টিনের ঘরে ঢুকে পড়ে। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা শুক্কুর আলীর স্ত্রী মিনারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার ঘরে থাকা ফ্রিজ, গ্যাসের চুলাসহ অন্যান্য আসবাবপত্র ভেঙে গেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কাপাসিয়া- কিশোরগঞ্জ সড়কের পেওরাইদ গ্রামের ইলোর বাড়ির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পথের সাথী পরিবহন বসতবাড়িতে ঢুকে পড়ে। দুর্ঘটনায় ষাটোর্ধ্ব বৃদ্ধা মিনারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিগস্ত হয়। বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বায়ান্ন/এসএ