ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

জগন্নাথপুরে গণস্বাস্থ্য স্যাটেলাইট স্বাস্থ্য সেবায় ৫শত রোগীর চিকিৎসা প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৭:২৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

দেশের স্বনামধন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বাস্থ্য স্যাটেলাইট স্বাস্থ্য সেবার মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসক টিম ৫শত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছে। মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলার জগদীশপুর মোহাম্মদগঞ্জ বাজারে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে " গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিশেষজ্ঞ ক্যাম্প পূর্ববর্তী স্যাটেলাইট স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। 

 

এতে ঢাকা থেকে আগত মেডিসিন, গাইনী, চক্ষু, শিশু ও সার্জারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎকগন ৫০ টাকা ফিতে ৫শত রোগীর চিকিৎসা  সেবা দেন। 

 

এছাড়া অল্প  খরছে  আল্টা, ইসিজি সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়। দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদেরকে স্যাটালাইট স্বাস্থ্য সেবা সম্পর্কে ব্রিফিং করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক আবদুল আউয়াল, জগন্নাথপুর উপজেলার সমাজসেবক হাজী সোয়েল আহমেদ খান টুনু, স্থানীয় পাগলা বাজার গণস্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক নজরুল ইসলাম। ঢাকা থেকে আগত চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীন গণস্বাস্থ্যের পরিচালক ডাঃ একে এম হালিমুর রেজা মিলন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ গৌড় গোপাল সাহা, সহকারী রেজিস্ট্রার মেডিসিন ডাঃ মিলন খান, সহকারী রেজিস্ট্রার গাইনী নিপা বাড়ই , সহকারী রেজিস্ট্রার আল্টা ডাঃ বিভা, মেডিকেল অফিসার সার্জারী ডাঃ শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার শিশু সাইম ভূইয়া, মেডিকেল অফিসার জেনারেল  ফিজিশিয়ান দীপংকর চৌধুরী, জুনিয়র মেডিকেল অফিসার ডাঃ মিম, ডাঃ সজিব, ডাঃ প্রিয়াংকা, ডাঃ মনিরা , ডাঃ ‌অরিন ল্যাব টেকনোলজিস্ট লিটন চন্দ্র সরকার এবং স্বাস্থ্যকর্মী মাজেদা, মহিলা, ফারহানা, তারিনসহ ২১ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা টিম। 

 

 

বেকিং এ গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, স্বাস্থ্য সেবা টি ২৫ জানুয়ারী হতে ৩১ জানুয়ারী পর্যন্ত সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ অধ্যাপক  ও বিশেষজ্ঞ চিকিৎসকগন পরামর্শ ও অপারেশন করবেন।

 

ধবার এই টিম নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, নোয়াখালী বাজার , শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। উল্লেখ্য যে, সুনামগঞ্জ সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত স্যাটালাইট স্বাস্থ্য সেবা প্রদান করবেন।