ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে ঠাকুরগাঁওয়ে আইইবির মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী ২০২২ ০৪:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন-এর দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র আয়োজনে এ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পল্লী বিদ্যুত বোর্ড ( আরইবি)র নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলাম, পল্লী বিদ্যুত সমিতির জিএম আবু আশরাফ মো: সালেহ। এসময় জেলার বিভিন্ন দফতরের সকল স্তরের প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ জানুয়ারী জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন এর দায়িত্ব প্রদান সম্পর্কিত একটি স্মারকপত্র জারী করে। গত ৮ ফেব্রæয়ারী এস এন্ড ডবিøউ কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এস এম মনজুরুল হক এর সভাপতিত্বে প্রকৌশল এসোসিয়েশনের সভায় উক্ত স্মারকপত্র বাতিলে বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষে সকলে এক হন।