ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে খালে মিললো ইউপি সদস্য প্রার্থীর মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৫:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি খাল থেকে মো. পীর আলী (৩৮) নামে এক ইউপি সদস্য প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নলভাঙ্গা গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত পীর আলী নলভাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে। গত ২৮ নভেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে মেম্বার পদে নির্বাচন করেন পীর আলী।    

 

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন পির আলী। এরপর আর ফিরে আসেননি। সোমকার সকালে পথচারীরা বাড়ির পার্শ্ববর্তি নলভাঙ্গা খালের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

তারা আরো জানান, ২০১৬ সালের নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় শাহিনুর রহমানের পা কেটে ফেলে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালত থেকে স্ব-প্রণোদিত হয়ে মামলা করা হয়। সেই মামলায় হাইকোর্ট থেকে ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে তারা আত্মসমর্পণ করেন। সেসময় থেকে পরবর্তী ৬ মাস শাহিনুরের বাড়িতে পুলিশি নিরাপত্তা ছিল। ওই মামলার ১নং সাক্ষী ছিলেন নিহত পির আলী।আসামিরা জেল থেকে বেরিয়ে এসে পির আলীকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকেন। এর কারণে বেশ কয়েক সপ্তাহ আগে পির আলী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রিও করেছিলেন। ধারণা করা হচ্ছে ওই ঘটনার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

 

কালীগঞ্জ বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মকলেচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি একটি গাছের নিচে পড়ে ছিল। তার গলায় রশি প্যাঁচানো এবং একটি ডালের সঙ্গেও রশি জড়ানো ছিল। তবে গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তাই এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।