ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ বলেছেন, বর্তমান সরকারের দুর্নীতি ও সীমাহীন ব্যার্থতার কারণে সারা দেশে ডেঙ্গুর বিস্তার ঘটেছে। ডেঙ্গু রোগে মানুষ মারা যাচ্ছে অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি সভাপতি রোববার ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু বিরোধী লিফলেট বিতরণকালে এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, মাহবুবুর রহমান শেখর, আলমগঅর হোসেন আলম, মিজানুর রহমান সুজান, মোহন ও মুফাজ্জেল হোসেন মুফা প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা সকাল থেকে ঝিনাইদহ শহরের বিভিন্ন পাবলিক প্লেসে ডেঙ্গু বিরোধী সচতনতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের মাঝে লিফটেল বিতরণ করেন। এ সময় এম এ মজিদ আরো বলেন, দেশের মানুষ আজ দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারণে খেতে পারছে না। ব্যবসায়ীরা পুজি ভেঙ্গে খাচ্ছে। নি¤œ ও মধ্যবিত্ত মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে।