ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে হু হু করে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ৭৫

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : বুধবার ২৬ জানুয়ারী ২০২২ ১২:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর
টাঙ্গাইলে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৭৮ ভাগ। বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত কয়েদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তবে আক্রান্তের বেশির ভাগ মানুষই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। এ
নিয়ে বুধবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ৩৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬০ জন মৃত্যুবরণ করেছেন। নতুন  আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬৭ জন, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২ জন, ঘাটাইলে ২ জন, ভূঞাপুরে ২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪০৬ জন। এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৯২৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ৩৮ হাজার ৩৮০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৯৪ হাজার ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২০২০ সালের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
 
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, ক্রমেই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে জেলায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ জ্বর ঠান্ডাকে অবহেলা করে ঠিক মতো কোয়ারেন্টাইন মানছে না। এমনকি নমুনা পরীক্ষা না করিয়ে জনসম্মুখে ঘুরছে। যার ফলে সংক্রমণের হার দ্রুতই ছড়াচ্ছে।