ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক সমাবেশ

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও | প্রকাশের সময় : সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ০৫:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

‘প্রতিষ্ঠিত হোক ভূমিতে নারীর অধিকার ও মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জেলা জন-নারী ঐক্য পরিষদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

জেলা জন-নারী ঐক্য পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগীতায় সোমবার দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জন নারী ঐক্য পরিষদের সভাপতি রফিকা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জিন্নাতারা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনিন, চ্যানেল ২৪ এর ঠাকুরগাঁও প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, নারী ঐক্য উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক দিপা খালকো প্রমুখ।

এর আগে সকালে সংস্থাটির পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে ভূমি দস্যু কর্তৃক দখলকৃত সকল খাস জমি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ, ভূমি বন্দবস্ত আইনে খাস জমির তালিকা প্রদর্শণ, কৃষিতে নারীদের কৃষি শ্রমিক আইনে মজুরি সমতা আনা, খাস জমি বন্দবস্ত প্রক্রিয়াটি সংষ্কার করে ভূমিহীন প্রতি পরিবারকে ২.০০ একর খাস জমি প্রদান করা সহ ৯ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়। 

বায়ান্ন/প্রতিনিধি/একে