ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

দিনাজপুরে ইউপি নির্বাচনের সরঞ্জামাদী বিতরণ

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর : | প্রকাশের সময় : রবিবার ৩০ জানুয়ারী ২০২২ ০১:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামীকাল ৬ষ্ঠ ধাপে দিনাজপুরের সদর, ঘোড়াঘাট, বিরল ও বীরগঞ্জ এই ৪টি উপজেলায় মোট ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সবগুলোই ভোট সম্পন্ন করা হবে ইভিএম এর মাধ্যমে। তাই রোববার বেলা ১২টায় নির্বাচনী সরঞ্জামাদী প্রতিটি সেন্টারের নিজ নিজ প্রিজায়ডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়। জেলা সিনিয়র নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক এই সব সরঞ্জামাদী তাদের হাতে তুলে দেয়। 

এ জেলায় ২২টি ইউনিয়নে মোট ১০৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৭৭৭ জন ও মহিলা সদস্য পদে ২৯১ জন। ২১৩টি কেন্দ্র এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩ জন। নির্বাচন সুষ্ট ও সুন্দর করতে প্রতিটি সেন্টারে ১৭ জন আনসার, ৫ জন পুলিশ সদস্য এবং প্রতিটি এলাকায় ৩ প্লাটুন বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে।