ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

নবীগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ ফেব্রুয়ারী ২০২২ ১২:৪২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের নবীগঞ্জে রাজনা বেগম (১৮) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের সাহেব আলী চৌধুরীর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তার গলা কাটা লাশ উদ্ধার করে।

রাজনা বেগম পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আং রহিমের মেয়ে। প্রায় চার মাস আগে সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের জাকারিয়ার সাথে তার বিয়ে হয়।

ঘটনার পর থেকে রাজনার স্বামী জাকারিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করছেন। সপ্তাহখানেক আগে জাকারিয়া সাহেব আলী চৌধুরীর বাসায় রুম ভাড়া নেন।

ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরীর বলেন, এক সপ্তাহ আগে জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে বাসায় ওঠে। তবে এই সময় তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ শুনি নাই।

নিহত রাজনা বেগমের ভাই সুফি মিয়া জানান, কি কারণে তার বোন খুন হয়েছে কিছুই জানেন না।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থা লাশ পেয়েছি। কিন্তু কি কারণে ওই গৃহবধূ খুন হয়েছেন, তা এখনও জানা যায় নি। খুন হওয়া রাজনার স্বামী ঘটনাস্থলে না থাকায় প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।