ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:২৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ খান (৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত শহীদ খান জয়দেবপুর গ্রামের মৃত হায়দার খানের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বারাংকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জান যায়, নিহত শহীদ খান বারাংকুলা বাজার থেকে বাজার করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বারাংকুলা ইকন মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেল দুটি উদ্ধার করে। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন-উর-রশিদ জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ