বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধান ক্ষেত থেকে শনিবার সকালে অজ্ঞাত পরিচয়ের(৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায় সকাল ১০টার দিকে উপজেলার চাকলমা এলাকার ধান ক্ষেতে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে ব্যপারে পুলিশ জানাতে পারেনি। সিআইডি ও পিবিআই’র টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি জানিয়েছেন, ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। এব্যাপারে নন্দীগ্রাম থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।