বগুড়ায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার পৃথক তিন অভিযানে তাদের গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর দো-গাছী এলাকার বাচ্চু মন্ডলের মেয়ে লিপি খাতুন(২৫) ও এনায়েতপুর এলাকাফ মামুন সরদারের ছেলে সালমান সরদার(২৪), বগুড়ার ফুলবাড়ি এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে মিনার রহমান(২৮), বগুড়ার কদিমপাড়া এলাকার মৃত কিস্তাম আলীর বাদশা মিয়া(২৮) এবং দশটিকা ডাক্তারপাড়া এলাকার মৃত মহিদুলের ছেলে বাবু ইসলাম(২৮)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সান্তাহার মাছ বাজার এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ও মোবাইলসহ লিপি ও সালমানকে গ্রেফতার করা হয়।অপর এক অভিযানে রাত ৮টার দিকে বগুড়া শহরের মাটিডালী এলাকা থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ও মোবাইলসহ মিনারকে গ্রেফতার করা হয়।এছাড়া রাত ১০টার দিকে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে ১৫৯ পিস ট্যাপেন্টাডল, মোবাইল ও নগদ টাকাসহ বাদশা ও বাবুকে গ্রেফতার করা হয়।র্যাব- ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর ও আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।