বাঁশখালীতে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে তাদের নিজ গ্রাম কালীপুরে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
কালীপুর নাগরিক কমিটির ব্যানারে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কালীপুর নাছেরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, কালীপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল আলম। কালীপুর নাগরিক কমিটির আহবায়ক শোয়াইবুল ইসলাম কায়েশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
সংগঠনের সদস্য সচিব আশরাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, কালীপুর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা জগলুল ইসলাম, আলহাজ্ব ইফতেখার হোসেন চৌধুরী মোহসীন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, গুনাগরী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা হাছান, ডাক্তার রশিদ আহমদ, শিক্ষক মৃদুল দত্ত, মাওলানা মছরুর সাইফুল হাবিব, ছাত্রনেতা দিদারুল ইসলাম, নাফিজ মিনহাজ, সুলতানুল ইসলাম, ফখরুল ইসলাম ওসমান, তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা কালীপুরের দুই কৃতি সন্তানের সাফল্যে নিজেদের গর্ববোধ করার পাশাপাশি শিক্ষা দিক্ষায় কালীপুরকে বিশ্বময় তুলে ধরার সংকল্প ব্যক্ত করেন।
বায়ান্ন/এসএ