আওয়ামী ফ্যাসিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য এবং আওয়ামী পন্থী আইনজীবীদের অপসারনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী শাখার ব্যানারে শহরের পান্না চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত চত্ত্বরের সামনে দিয়ে জেলা বার এসোসিয়েশন ভবনের সামনে এসে অবস্থান নেয়।
পড়ে সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ, আদালতে আওয়ামী পন্থী আইনজীবিদের অপসারণসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ছাত্রদের উপর হামলাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনজীবিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ কোন বিশৃঙ্খলা করতে চাইলে শিক্ষার্থীরা তাদের শক্ত হাতে জবাবে দেবে। শিক্ষার্থীরা এখনও ঘরে ফিরে যায় নাই। তারা সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সব সময় রাজপথে থাকবে।
এ সময় রাজবাড়ী ছাত্র আন্দোলনের নের্তৃত্ব দেওয়া রাজিব মোল্লা, মো. টোকন, মীর মাহমুদ সুজন, সাঈদুজ্জামান সাকিব, মো. সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন।