ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির মিলাদ মাহফিল ও আলোচনা সভা

মাসুদ রানা (সাভার) : | প্রকাশের সময় : রবিবার ১৮ অগাস্ট ২০২৪ ০৫:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইলের এলাহি কমিউনিটি সেন্টারে ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: আসাদুল্লাহ আহমেদ দুলালের সঞ্চালনায় ও সভাপতি খান মোহাম্মদ  ইলিয়াস শাহি  মোখলেস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর। 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, সাভার উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভারের সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহ্ , ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ মইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন সহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ। এ সময় বক্তরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে দেশ মুক্ত হলেও তার দোসররা এখনো উৎপেতে আছে দেশের ক্ষতি করার জন্য, তারা বলেন,শেখ হাসিনা বিদেশে বসেও ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে, সে তার দোষরা এখনো এ দেশ কে অকার্যকর করার চেষ্টায় লিপ্ত রয়েছে। বক্তরা আরো বলেন কোন ভাবেই এখন দলে কোন প্রকার আওয়ামীলীগের ব্যাক্তিবর্গ যেন প্রবেশ না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। 
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা এবং  নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।