ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ০৫:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান।

জানা যায়, শনিবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের দালান বাজারের কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে ফোন করে প্রতারক চক্রটি টাকা দাবি করে। 

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, শনিবার দুপুরে প্রথমে ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিম উদ্দিনের মোবাইল নম্বরে ইউএনও স্যারের মোবাইল নম্বর থেকে ফোন করে দালান বাজারের মিষ্টি ব্যবসায়ীদের মোবাইল নম্বর সংগ্রহ করে দিতে বলেন। পরে গ্রাম পুলিশ আজিম উদ্দিন ছয়জন ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করে দেন।

এরপর বিকেলে ওই ব্যবসায়ীদের মোবাইলে ফোন করে ইউএনও স্যারের পরিচয়ে ৫০ হাজার করে টাকা দাবি করেন। 

বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যবসায়ীরা স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আমাকে টাকা দাবির ঘটনা বলেন এবং ওই মোবাইল নম্বর দেন। 

তাৎক্ষণিক আমি ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করলে জানতে পারি এটি একটি প্রতারক চক্র ছিল।

২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিম উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে আমার মোবাইল নম্বরে ইউএনও স্যারের পরিচয়ে ফোন করে দালান বাজারের মিষ্টি ব্যবসায়ীদের মোবাইল নম্বর সংগ্রহ করে দিতে বলেন। 

পরে আমি ছয়জন ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করে দিই। বিকেলে বাজারের কয়েকজন মিষ্টি ব্যবসায়ী বলেন, ইউএনও স্যারের পরিচয়ে তাদের কল করে ৫০ হাজার করে টাকা দাবি করা হয়েছে। 

পরে তাৎক্ষণিক আমি বিষয়টি চেয়ারম্যানকে জানাই। এরপর জানতে পারি এটি প্রতারক চক্রের কাজ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান বলেন, আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র জামালপুর ইউনিয়নের কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে ফোন করে টাকা দাবি করেছে বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি।