নাটোরের গুরুদাসপুর পৌর সদরেরর আনন্দনগর মহল্লায় বক্স-কালভার্টের স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগে রয়েছেন ওই এলাকায় চলাচলকারী হাজারো মানুষ। বিকল্প সড়ক না থাকায় ওই কালভার্ট দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন।
সরেজমিন গিয়ে দেখা যায়, পৌর সদরের ৯নং ওয়ার্ড আনন্দনগর মহল্লার সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের উত্তর দিকের রাস্তার কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাটির বস্তা ফেলে ঝুঁকি নিয়ে চলাচল করলেও যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এদিকে কালভার্টের স্লাব ভেঙ্গে পড়ায় আনন্দ নগর, কালাকান্দর, খুবজীপুর, খলিফাপাড়া গ্রামের কৃষক ও শ্রমিকরা ওই এলাকার জমির ফসল উৎপাদন ও ঘরে তোলা নিয়ে পড়েছেন বিপাকে। এ বিষয়ে পৌর মেয়র শাহনেওয়াজ আলী জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি তিনি অবগত। তার পরামর্শে পৌর প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে এসেছেন। আগামী টেন্ডারে সংস্কার কাজ অন্তর্ভুক্ত করে জনদুর্ভোগ লাঘব করা হবে ।