ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ঘোড়াঘাটের ৪ টি ইউনিয়নে নির্বাচনী সামগ্রী বিতরণ

হিলি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৩০ জানুয়ারী ২০২২ ০৫:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার সকাল থেকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে স্বস্ব কেন্দ্রের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের প্রয়োজনীয় অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করছেন নির্বাচন কমিশন।

 

এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহাজান মানিক জানান, ৬ষ্ঠ ধাপে ৪ টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। এখনও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।

ঘোড়াঘাটে ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, মেম্বর পদে ১৭৫এবং সংরক্ষিত পদে ৬০জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

উপজেলার ৪টি ইউনিয়নে ৩৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ৫৪৩ জন,ভোটার আগামী কাল সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে তাদের ভোট প্রয়োগ করবেন।