ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ায় বিজ্ঞান মেলা-২০২৩ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ ১১:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর
টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (টিপিএসসি),বগুড়ায় গত বৃহস্পতিবার ‘বিজ্ঞান মেলা’ পরিদর্শন করেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ(টিপিএসসি),বগুড়ায় অধ্যয়নরত তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা প্রচারে উদ্ভাবনীমূলক কাজের আগ্রহ এবং বিজ্ঞান বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রুপভিত্তিক ‘বিজ্ঞান মেলা’র আয়োজন করা হয়।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট তৈরির মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তাকে বিকশিত করে। বৃহস্পতিবার দিনব্যাপী এই মেলার উদে¦াধন অনুষ্ঠিত হয়। টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম মেলায় বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন। তিনি বলেন,উন্নত বিশ্বের সাথে চলতে হলে আমাদের আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। তাছাড়া জাতি হিসাবে আমরা পিছিয়ে পড়বো। সকালে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিজ্ঞান মেলা’র উদ্বোধন করেন বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল গ্রুপ)এর ব্যবস্থাপনা পরিচালক টি.এম. আলী হায়দার। উক্ত বিজ্ঞান মেলা’র উদ্বোধনী আলোচনায় টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও টিপিএসসি এর গভর্ণিং বডি’র চেয়ারম্যান আয়শা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন টিপিএসসি অধ্যক্ষ এস.এম. জামসেদ আলী, উপাধ্যক্ষ গুলশান আরা পারভীন সহ অন্যান শিক্ষক ও অভিভাবকবৃন্দ।