ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নাটোরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৯ জানুয়ারী ২০২২ ০৮:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

নাটোরে র একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে গ্রামবাসী । শনিবারসকালে সংবাদ পেয়ে বন বিভাগের একজন কর্মচারি মৃত বাঘটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার রাতে নাটোর  সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের কৈগাড়ি কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কৈগাড়ি এলাকার মিরাজ আলীর হাসের খামারে আক্রমণ করে মেছো বাঘটি। এ সময় খামার মালিকসহ এলাকার লোকজন বাঘটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। এ বিষয়ে বন বিভাগ জানতে পেরে  শনিবার সকালে নাটোর বনবিভাগের কর্মচারি রফিকুল ইসলাম ঘটনাস্থলে মৃত বাঘটি উদ্ধার করে নিয়ে আসে এবং ভবিষ্যতে এভাবে বন্যপ্রাণী হত্যা না করার অনুরোধ জানিয়ে আসে। পরে বাঘটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

রফিকুল ইসলাম জানান, এই এলাকায় আরও বাঘ থাকতে পারে। তাই ভবিষ্যতে সেগুলো বের হলে না মারার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে নাটোর থানার ওসি মনসুর আহমেদ জানান, থানায় কেই কোন অভিযোগ দেননি।