ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

পাবনা ইসলামিয়া মাদ্রাসার অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পলাশ হোসেন, পাবনা | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় মাদ্রাসার মুক্তমঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাবনা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক কৃষি মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন,পাবনা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি সদস্য আশরাফুল আলম হেলাল কানাডা প্রবাসী শমসের আলী হেলাল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ পাবনা পৌরসভা ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রামানিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক শরীর আহমেদ পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার  নাহারুল ইসলাম দারুল আমান ট্রাস্ট এর ট্রাস্টি মাওলানা আব্দুর রব, দারুন আমার ট্রাস্টের কোষাধ্যক্ষ্ আবু হানিফ ট্রাস্টি  রবিউল ইসলাম বাদশাহ দৈনিক জীবন কথার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ। 

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ ও সহকারী শিক্ষক ফয়সাল হোসেনের যৌথ  সঞ্চালনায় উপস্থিত অভিভাবকদের স্বাগত স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিশু থেকে দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে ষষ্ঠ স্থান অধিকারী ৭২ জন এবং মাদ্রাসায় শতভাগ উপস্থিতির জন্য ২৫৭ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে শতভাগ উপস্থিতি পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি প্রধান অতিথি মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রতিটা সেক্টরে এখন মাদরাসার শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকা পালন করছে। তাদের এই সাফল্য শুধুমাত্র তাদের আমল আখলাক ও নৈতিক চরিত্রের উপর ভিত্তি করে রচিত হয়েছে। 

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে অধিকতর জ্ঞান চর্চার প্রয়োজন, এক্ষেত্রে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর উভয়েরই যৌথ প্রচেষ্টা দরকার। 

বিশেষ অতিথি মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা দেশের শীর্ষস্থানে থাকা একটি প্রতিষ্ঠান। প্রতিবছর মাদরাসটি বিভিন্ন কর্মকান্ডে সফলতা অর্জন করে থাকে ৷ যা বর্তমানে আলিম থেকে ফাজিলে রুপান্তরিত হয়েছে। ইতিমধ্যে মাদরাসাটির মহিলা শাখায় আলাদাভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং পরবর্তীতে কামিল মাদরাসা করার সিদ্ধান্ত রয়েছে।