বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার এক রুকন সম্মেলন সোমবার শহরের দারুল ইসলাম ভবনে অনুষ্ঠিত হয়।
সদর আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড.জামাল উদ্দিন,নজেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ ও ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন,নসদর উপজেলা জামায়াত নেতা মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আগষ্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে অপশাসন ও দুঃশাসন মুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ন, তারুন্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, জামায়াত দেশ ও জাতির স্বার্থে সব সময় দায়িত্বশীল আচরন করে এসেছে। কিন্তু আমরা এদেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল। স্বাধীনতার পর আমাদেরকে দুদফা নিষিদ্ধ করা হয়। তারপরও আমরা বরাবর পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি।
জেলা আমীর মাওলানা আবদুল হান্নান বলেন, বৈষম্য ও অপশাসনের কবর রচনা করে একটি ইনসাফপূর্ন রাষ্ট্র কায়েম করতে হবে। সেই সাথে আধিপত্যবাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
দেশের মানুষ ৫ আগস্ট স্বৈরাচারকে উৎখাত করেছে।এখন দেশে গনতন্ত্র ও দেশের মানুষকে পূর্ণ ভাবে মুক্ত করতে আর ইসলামী আদর্শের ভিত্তিতে প্রয়োজন আরেকটি বিপ্লব যা এজাতির ভবিষ্যত রচনা করবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে